Home দেশ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল, দূরপাল্লার ট্রেন

৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল, দূরপাল্লার ট্রেন

by banganews

দিল্লি,১০অগাস্ট,২০২০ঃ  ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল, দূরপাল্লার ট্রেন। করোনা আবহে ট্রেন না চালানোর সিদ্ধান্ত বহাল রাখল রেলমন্ত্রক। মন্ত্রকের তরফে বলা হয়েছে, আগের মতোই চলবে স্পেশাল ট্রেন, মালগাড়ি।

এর আগে ১২ অগাস্ট পর্যন্ত ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু বর্তমান পরিস্থিতির কথা ভেবে আগের সিদ্ধান্তই বহাল করা হল৷

আরও পড়ুন করোনা সংক্রমণ রুখতে ফের বন্ধ মায়াপুরের ইসকন মন্দির

লকডাউনের আগে থেকেই রেল পরিষেবা বন্ধ হয়েছিল৷ তখন কেবল মালগাড়ি চলছিল৷ তারপর স্পেশাল ট্রেন চালু হয়েছিল। কিন্তু সময় সারণি মেনে স্বাভাবিক ট্রেন চলাচল বন্ধ ছিল৷
আজ জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকবে৷ লোকাল মেট্রো এবং দূরপাল্লার ট্রেন সবই বন্ধ থাকবে৷ আগের মতই চলবে স্পেশাল ট্রেন এবং মালগাড়ি৷

You may also like

Leave a Reply!