মায়াপুর, ১০অগাস্ট, ২০২০ঃ করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় জন্মাষ্টমীর আগে দ্বিতীয়বারের জন্য বন্ধ হয়ে গেল মায়াপুরের ইসকন মন্দির৷ ইসকন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে,করোনা আবহে ৯ অগাস্ট থেকে ফের মন্দির বন্ধ রাখতে হচ্ছে। এর আগে লকডাউনে ইসকন মন্দির বন্ধ ছিল ১০৩ দিন৷
আরও পড়ুন করোনা আক্রান্ত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
গত ৫ জুলাই গুরুপূর্ণিমায় মন্দির খোলা হয়েছিল৷
স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ঢোকা ও পুজো দেওয়া শুরু হয়েছিল৷ মন্দির কর্তৃপক্ষের নির্দেশে প্রত্যেককে স্যানিটাইজার ব্যবহার করে এবং মাস্ক পরে মন্দিরে ঢুকতে হত৷ প্রধান গেটে প্রথমে দর্শনার্থীদের থার্মাল স্ক্রিনিং করা হত তারপর তারা মন্দিরে প্রবেশ করতে পারতেন। মন্দিরের ভিতরেও ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হত৷ ক্যাম্পাসে ঘোরাঘুরির উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছিল৷শুধু পুজো দেখতে যাওয়ার অনুমতি ছিল৷
আরও পড়ুন টাকার বিনিময়ে ভুয়ো রেকর্ড গড়ে পুলিশের জালে বাদশা
করোনা সংক্রমণ রুখতে মন্দির কর্তৃপক্ষ কঠোর নিয়ম চালু করেছিলেন৷ সকাল ৯ টা থেকে দুপুপ ১২টা ও বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মূল মন্দিরে যাওয়া যাবে এবং মন্দির চত্বরে বেশিক্ষণ বসে থাকা, ধ্যান করা কিংবা শুয়ে প্রণাম করাও যাবে না বলে জানিয়েছিল ইসকন কর্তৃপক্ষ। তবে এবার ফের পুরোপুরিভাবেই মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।আপাতত আগামী এক মাসের বেশি মন্দির বন্ধ থাকছে৷