চূড়ান্ত বর্ষের পরীক্ষা না দিলে কোনও পড়ুয়াকে দেওয়া হবেনা ডিগ্রি। সোমবার সুপ্রিম কোর্টে জানাল ইউজিসি।
করোনা আবহে স্কুল কলেজ সব বন্ধ। কবে খুলবে তা এখনও অনিশ্চিত। ইউজিসি বেশ কয়েকদিন আগেই জানিয়েছিল, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। করোনা সংক্রমণের কারণে এই পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করা হয়। আজ ছিল মামলার প্রথম শুনানি৷
আরও পড়ুন : ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল, দূরপাল্লার ট্রেন
সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ডিগ্রি প্রদান করে ইউজিসি। তাই রাজ্য সরকার পরীক্ষা বাতিল করতে পারে না৷ এবিষয়ে রাজ্য সরকারগুলির দেওয়া হলফনামা ইউজিসির নির্দেশিকার বিরুদ্ধে। পরীক্ষা না দিলে পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হবে না।
মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার৷ ওইদিনই চূড়ান্ত বর্ষের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে৷