Home বিনোদন ‘দাদাগিরি’তে কাঁচা বাদাম গান তৈরির অজানা গল্প শোনালেন দিনমজুর ভুবন বাদ‍্যকর

‘দাদাগিরি’তে কাঁচা বাদাম গান তৈরির অজানা গল্প শোনালেন দিনমজুর ভুবন বাদ‍্যকর

by banganews

‘কাঁচা বাদাম’ গানের দৌলতে ভাইরাল ভুবন বাদ‍্যকর। দেশ তো বটেই বিদেশেও ছড়িয়ে গেছে এই গান। বাদাম বিক্রির জন‍্য যে গান বেঁধেছিলেন ভুবন, সেই গানে এখন মাতোয়ারা আট থেকে আশি।

সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চ ভাগ করে নিয়েছেন ভুবন। এই মঞ্চে তিনি সকলকে মাতিয়ে দিয়েছেন তাই নয়, জিতেও নিয়েছেন সেরার শিরোপা। এই মঞ্চেই নিজের গান তৈরির ইতিহাসও জানান ভুবন। বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা তিনি। দাদা, বৌদি, দাদার ছেলেপুলে, নাতি নাতনিকে নিয়ে এক কামরার সংসার। ছোট থেকেই দিনমজুরের কাজ করা ভুবন রোজগারের তাড়নায় বাদাম বিক্রি শুরু করেন।

এক সপ্তাহে ১ মিলিয়়ন! ভারতীয়-আমেরিকান শিল্পী অরুণা আর্যের গান লাজমির নতুন রেকর্ড

ভাঙা মোবাইল, হাঁসের পালক, ছেঁড়া চুলের বিনময়ে সমান ওজনের বাদাম দিতেন তিনি। তার সঙ্গে যোগ হয় সিটি গোল্ডের চেন, পায়ের তোড়া। এভাবেই নিজের সুবিধার জন্য একটা গান বানিয়ে সুর দিয়ে গাইতে শুরু করেন ভুবন, যা এখন দাপিয়ে বেড়াচ্ছে পুরো বিশ্ব।

You may also like

Leave a Reply!