Home দেশ ফের জেলে লালু, পশুখাদ্য মামলায় পাঁচ বছরের কারাদণ্ড, ৬০ লক্ষ টাকা জরিমানা

ফের জেলে লালু, পশুখাদ্য মামলায় পাঁচ বছরের কারাদণ্ড, ৬০ লক্ষ টাকা জরিমানা

by banganews

পশুখাদ্য মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দণ্ডিত হলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সাজা ঘোষণা করেছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৬০ লক্ষ টাকা। ডোরান্ডা ট্রেজারি এই মামলাটিতে লালুর বিরুদ্ধে ১৩৯ কোটি ৩৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ এনে ছিল।

পশুখাদ্য কেলেঙ্কারির এই চূড়ান্ত এবং পঞ্চম মামলাটি ছিল ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত। সম্প্রতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ৭৫ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত।

আসছে ভারতীয় ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সোমবার তার শাস্তি ঘোষণা হল। প্রসঙ্গত, এর আগেও পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালুকে। তিনি শারিরীক অসুস্থতার জন্য জামিনে ছিলেন।

You may also like

Leave a Reply!