Home কলকাতা ‘বাবা’ ডাক শোনার আগেই শহীদ জওয়ান কুন্দন

‘বাবা’ ডাক শোনার আগেই শহীদ জওয়ান কুন্দন

by banganews

মেয়েকে দেখতেই পেলেন না জওয়ান কুন্দন কুমার, গতরাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে শহীদ হয়েছেন তিনি। মাত্র ১৭ দিন আগে বাবা হয়েছিলেন কুন্দন কুমার। কিন্তু একরত্তি মেয়ের মুখ দেখাই হয়ে উঠল না তাঁর। ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার দেহারি গ্রামের বাসিন্দা ২০১২ সালে বিহারের কাটিহার রেজিমেন্টে যোগ দেন। ২০১৭ সালে বিয়ে হয় কুন্দনের। কুন্দনের বাবা মাঠেই চাষবাস করত।

 আরও পড়ুন : দেশের জন্য প্রাণ দিয়েছে ছেলে! দৃঢ় গলায় মা বললেন আমি গর্বিত

তিনি জানান মাত্র ৫ মাস আগে একবার বাড়ি ফিরেছিল ছেলে। মাত্র ১৭ দিন আগে কন্যা সন্তানের জন্ম নয়, তখন বাড়ির লোকের সাথে কথা হলে সে জানতে পারে সে বাবা হয়েছে। বাড়ি ফিরে মেয়েকে দেখার ইচ্ছে প্রকাশ করে কুন্দন বাড়ি ফিরছে ঠিকই কিন্তু সশরীরে নয় কফিন বন্দী হয়ে। তাঁর নিথর দেহ ফিরছে গ্রামের বাড়িতে। কুন্দনের মৃত্যুর খবর পেয়ে ভেঙ্গে পড়েছে গোটা পরিবার। সবার মুখে একটাই কথা, মেয়েটিকে দেখতেও পেল না, বাবার আদর থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেল 17 দিনের ছোট্ট শিশুটি।

You may also like

Leave a Reply!