Home দেশ দেশের জন্য প্রাণ দিয়েছে ছেলে! দৃঢ় গলায় মা বললেন আমি গর্বিত

দেশের জন্য প্রাণ দিয়েছে ছেলে! দৃঢ় গলায় মা বললেন আমি গর্বিত

by banganews

ভারতের লাদাখ সীমান্তে ভারত ও চীনের সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতের 20 জন জওয়ান৷ ভারত চীন সীমান্তে গত 45 বছরের ইতিহাসে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত ছিল। সোমবার রাতে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সংঘর্ষ হয়৷
লাদাখ সীমান্তে সংঘর্ষ চলাকালীন চিন সেনার অতর্কিত হামলায় শহিদ হয়েছিলেন তিন ভারতীয় সেনা এবং আহত হয়েছিলেন 17 জন। পরে এই আহত 17 জনেরও মৃত্যু ঘটে। এই তিন সেনার মধ্যে ছিলেন 16 বিহার রেজিমেন্টের কম্যান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু৷ বৃহস্পতিবার তেলঙ্গানার সূর্যপেটে তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে৷

আরও পড়ুন শুক্রবার প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক – আলোচনা ভারত চীন সীমান্ত সমস্যা, লাদাখ পরিস্থিতি

সন্তোষবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার। ছেলের মৃত্যুতে স্বাভাবিকভাবেই চোখে জল মায়ের৷ তবু দৃঢ় গলায় তিনি বলেছেন, ‘ছেলের জন্য আমি গর্বিত৷ও দেশের জন্য প্রাণ দিয়েছে৷’ বৃদ্ধ মায়ের কথায়, ‘একজন মা হিসেবে আমি খুবই শোকাহত, কিন্তু গর্বিতও৷ কারণ আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে৷ আমার পুত্রবধূ গতকাল রাতে জেনেছে৷ আজ দুপুরে আমায় বলল৷’
সন্তোষবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। সন্তোষ বাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন৷ তিনি লিখেছেন, ‘শহিদ কর্নেল সন্তোষ বাবুকে শ্রদ্ধা জানাই৷ গালওয়ান ভ্যালিতে দেশের জন্য নিজেকে উত্‍সর্গ করলেন ওই বীর অফিসার৷ গালওয়ান ভ্যালিতে সব শহিদ জওয়ানদের পরিবারকে আমার সমবেদনা৷ ওঁদের আত্মার শান্তি কামনা করি৷’
ভারতীয় সেনাবাহিনীর তরফে বলা হয়েছে যে এই সংঘর্ষে দুপক্ষেরই সেনার মৃত্যু হয়েছে৷ যদিও চীন থেকে এখনো কোনো মৃত্যুর বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি৷

You may also like

Leave a Reply!