Home বঙ্গ তৃণমূলেই থাকছেন জিতেন্দ্র তিওয়ারি

তৃণমূলেই থাকছেন জিতেন্দ্র তিওয়ারি

by banganews

বঙ্গ নিউস, ১৯ ডিসেম্বর, ২০২০ঃ দুদিন আগেই আসানসোল পুর প্রশাসক পদে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল থেকেও ইস্তফা দেন তিনি। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই ফের নিজের অবস্থান বদল করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। গতকাল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র তিওয়ারি স্পষ্ট জানিয়ে দেন ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি তৃণমূলেই থাকছেন। তাঁর ব্যবহারে দিদি কষ্ট পেয়েছেন, তিনি দিদির কাছে ক্ষমা চেয়ে নিতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কাজ করতে চান। শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনার মধ্যেই কেন্দ্রের টাকা না নেওয়ার অভিযোগ তুলে পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে নিয়েও জল্পনা শুরু হয়। এরই মধ্যে কলকাতায় চলে এসে জিতেন্দ্র তিওয়ারি জানান তিনি বিজেপিতে যাবেন না, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন। এদিনই সুরুচি সঙ্ঘে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন জিতেন্দ্র তিওয়ারি।

আরও পড়ুন রেল পুলিশের বড় সাফল্য, গ্রেফতার কুখ্যাত ৪ রেল ডাকাত

বৈঠকের পর জিতেন্দ্র তিওয়ারি জানান ” একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মিটে গিয়েছে। আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তৃণমূলে ছিলাম, আছি, থাকব। একটা পরিবারে থাকতে গেলে ভুল বোঝাবুঝি হয়, আবার ঠিক হয়ে যায়। অরূপদার সঙ্গে বৈঠকের পর ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে”। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানিয়েছেন। জিতেন্দ্র তিওয়ারি আরও বলেছেন “তিনি জানতে পেরেছেন তাঁর ব্যবহারে দিদি কষ্ট পেয়েছেন, তিনি দিদিকে কষ্ট দিতে পারবেন না। তিনি তৃণমূলের হয়ে কাজ করবেন”। তাঁর ইস্তফা প্রসঙ্গে তিনি বলেছেন “আমি দলকে অনুরোধ করব যেন ইস্তফা তুলে নেওয়া হয়। আমি দলে আছি, দলের হয়েই কাজ করব”।

You may also like

Leave a Reply!