বঙ্গ নিউস, ১৯ ডিসেম্বর, ২০২০ঃ পৌষের শুরুতেই পুরোদমে মাঠে নামতে চলেছে শীত। আগামী কয়েকদিন কনকনে ঠাণ্ডা থাকবে উত্তরভারতে, সেই সঙ্গে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে বাংলাতেও। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। গতকাল রাত থেকেই তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। মৌসম ভবন সূত্রে জানা গেছে আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উত্তর পশ্চিম , মধ্য ও পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত কম থাকবে।
আরও পড়ুন তৃণমূলেই থাকছেন জিতেন্দ্র তিওয়ারি
গতকাল রাত থেকে ঠাণ্ডা পড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন এই ঠাণ্ডা বিরাজ করবে। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।