Home বিনোদন জিম জয়েন করলেন ঝুমা বৌদি,আগুনঝরা মুহূর্তরা রইলো..

জিম জয়েন করলেন ঝুমা বৌদি,আগুনঝরা মুহূর্তরা রইলো..

by banganews

একটা মাত্র ওয়েব সিরিজে কাজ করে সারা বাংলায় সারা ফেলে দিয়েছে ঝুমা বৌদি। হ্যাঁ দুপুর ঠাকুরপোর ঝুমা বৌদির কথাই হচ্ছে। যদিও বাংলার পাশাপাশি হিন্দি তেলেগু ও ওড়িয়া ফিল্মে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে বাংলায় বিশেষ সাড়া ফেলেছে ঝুমা বৌদি ওরফে মোনালিসা। অবশ্য ভোজপুরী সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়েই মোনালিসা প্রতিষ্টা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় মোনালিসার পোস্ট বহুবার ভাইরাল হয়েছে। নেট দুনিয়ায় তাঁর ভক্তের সংখ্যাও কম নয়। তাঁর সব পোস্ট নিয়মিত ফলো করে তারা।

তাঁর পোস্ট করা সব ছবিই প্রায় ভাইরাল হয়ে যায়। আবারও নেটদুনিয়া কাঁপাল মোনালিসা। লকডাউনে ঘরে বন্দী সকলেই, তিনিও তাঁর ব্যতিক্রম নন। ঘরে বসেই শরীর চর্চার ভিডিও ও ছবি তাঁর ইন্সটাগ্রামে পোস্ট করেন মোনালিসা। তাঁর সব ছবির মত এই ছবিও ভাইরাল হয় মুহুর্তের মধ্যে। কয়েকলক্ষ মানুষ দেখে তাঁর এই পোস্ট। শেয়ারও হয় প্রচুর। লকডাউনে বাকিদের মতই স্বামী বিক্রান্তের সঙ্গে ঘরেই রয়েছেন মোনালিসা।

You may also like

Leave a Reply!