Home বঙ্গ সাগরে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী ডায়মন্ডহারবারে আজ থেকেই কন্ট্রোলরুম খোলা হচ্ছে।।

সাগরে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী ডায়মন্ডহারবারে আজ থেকেই কন্ট্রোলরুম খোলা হচ্ছে।।

by banganews
লকডাউনের মধ্যেই আরেক বিপর্যয় ঘটতে চলেছে বাংলায়। এমনিতেই করোনা প্রকোপে সারা দেশ জুড়ে লকডাউনে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে তাঁর ওপর আসতে চলেছে এক ভয়াবহ ঘুর্ণিঝড়। এ যেন গোদের ওপর বিষফোঁড়া। একেই করোনা নিয়ে চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের তাঁর ওপর এই ভয়াবহ ঘুর্ণিঝড় মানুষের মনে আরও আতঙ্কের সৃষ্টি করেছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরে এক ঘুর্ণিবর্ত সৃষ্টি হওয়াতে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই বিশেষ ঘুর্ণিঝড় আমফান আছড়ে পড়বে। মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া সূত্রের পুর্বাভাস অনুযায়ী রাজ্য প্রশাসনও সতর্কবার্তা দিয়েছে।
ডায়মন্ডহারবারে আজ থেকে সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাক্কা জারি করা হয়েছে যদিও ফিসিং বন্ধ হয়েছে এই সময়, এছাড়াও ডায়মন্ডহারবারে আজ থেকেই কন্ট্রোলরুম খোলা হচ্ছে। বুধবার বিকেলে দীঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জে আছড়ে পরতে পারে এই সুপার সাইক্লোন সুপার সাইক্লোনের ফলে দক্ষিন ২৪ পরগনার সমুদ্র উপকুলবর্তীর এলাকাও ক্ষতিগ্রস্থ হতে পারে। আর তাই ৪৮ ঘন্টা আগেই বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্কবার্তা প্রচার করতে নেমে পরেছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় হ্যাম রেডিওর সদস্যদের পাঠানো হয়েছে। গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়াতে এই ঘুর্ণিঝড়ের প্রকোপ পরতে চলেছে রাজ্যে।

You may also like

Leave a Reply!