সারা দেশ জুড়ে লকডাউন জারি রয়েছে করোনা প্রকোপে। এই লকডাউনে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে। লকডাউনে হাতে কাজ নেই, আয়ের রাস্তাও বন্ধ। বিশেষ করে যারা রাজ্যের বাইরে রয়েছে তাঁদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুবেলা দুমঠো অন্ন। দফায় দফায় লকডাউন চলাতে জমানো টাকাও প্রায় শেষের পথে আর শুকনো খাবার যা ছিল তাও শেষের পথে, এই পরিস্থিতিতে কয়েকজন যুবক একটি হোটেলের সাটার ভেঙ্গে আলু সেদ্ধ রান্না করে খেয়েছে। তবে তাঁদের নামে কোনো অভিযোগ দায়ের করেনি হোটেল মালিক। চারিদিকে এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে করোনা আবহে। এই অবস্থায় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয়।
