ইতিহাস আমরা সবাই ভালবাসি পড়তে , জানতে দেখতে । তাই আজও সিনেমা তৈরি হয় এবং আমরা তা দেখতেও ভালবাসি । যেমন পদ্মাবত , বাজিরাও মস্তানি , মণিকর্ণিকা সেই সিনেমা দেখতে আমরা জানতে পারি ও অনেক কিছু । আর সে ইতিহাস যদি হয় কলকাতার তা হলে তো কথাই নেই । এরমধ্যে আছে কলকাতার স্বাধীনতার ইতিহাস , আছে কলকাতার রুপান্তরের ইতিহাস । যা আজকালের সাথে সাথে হারিয়ে গেছে আমাদের জীবন থেকে । কিন্তু থেকে গেছে কিছু ছবি কিছু গল্প কিছু কথা ।
যা আমাদের পুরনো স্মৃতি রমন্থন করতে সাহায্য করে । এমন ই এক টি সময় ছিল ১৯১৯ সাল । সে সময় যখন জালিওয়ানা বাগের সেই নির্মম ঘটনাটি ঘটে । সেই হত্যাকাণ্ড মেনে নিতে পারেননি আপামর ভারতবাসী । তার সাথে রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধীর মত মানুষ এরাও । তাই সেই নির্মম ঘটনার পর রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ত্যাগ করে দেন । গান্ধীজী শুরু করেন অসহযোগ আন্দোলন ।
