Home বিনোদন সৃজিত সোনুর আড্ডা কি আগামীর কোনো পূর্বাভাস?

সৃজিত সোনুর আড্ডা কি আগামীর কোনো পূর্বাভাস?

by banganews

ঘরোয়া আড্ডায় মুখোমুখি সৃজিত মুখোপাধ্যায় এবং সোনু নিগম। সৃজিতের রবিবারের ফেসবুক পোস্টে ধরা পড়ল সেই আড্ডারই একঝলক। তবে সৃজিতের সঙ্গে সোনুর পরিচিতি নতুন নয়। এর আগে একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন দুজনে। ২০১৩ সালে সৃজিতের ‘মিশর রহস্য’ ছবিতে ‘হানি আলকাদির গান’ এবং ২০১৯ সালে সৃজিত মুখোপাধ্যায়ের অন্যতম ‘গুমনামি’ তে সোনুর কণ্ঠে শোনা গিয়েছিল ‘সুভাষজি’ গানটি।

 

 

ইতিহাসে নাম তুলে ফেললেন পি ভি সিন্ধু ,ভারতীয় হিসেবে এই নজির কারও নেই

 

ছবিতে গায়ক ও পরিচালকের সঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে দুজনের স্ত্রী মধুরিমা নিগম এবং রাশিয়াদ মিথিলাকে। স্বভাবতই এই পারিবারিক আড্ডার ছবি দেখে উৎফুল্ল নেটাগরিকরা। দর্শকদের ভালোবাসায় উপচে পড়েছে কমেন্ট বক্স। তাহলে কি নতুন কাজ নিয়ে ফিরছেন তাঁরা? সেই নিয়েই সরগরম নেটপাড়া।

You may also like

Leave a Reply!