রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হোক বা না হোক ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য দেশ এমনকি দেশের বাইরে থাকা মানুষের মধ্যেও ছড়িয়েছিল অদম্য কৌতুহল৷ কী হয় কী হয়! মমতা বন্দ্যোপাধ্যায় এর সবুজ উন্নয়নের হাওয়া কী বাংলায় ঝড় তুলবে এই প্রশ্ন ছিল সকলের মনে৷ সময় সে উত্তর দিয়েছে৷ ২০২১ এ বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত আরও শক্ত করেছেন তৃণমূলের সৈনিকরা৷

এই জয় বাংলার জয়৷ বাংলার মানুষের জয়৷ আর এই জয়ের নেপথ্যে ছিলেন এমন কিছু মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে দলকে জয়ী করতে ছিলেন বদ্ধ পরিকর৷ তাঁদের মধ্যে অন্যতম রাজ্য হ্যাণ্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি, রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি এবং হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি সমাজসেবী শ্রী কুন্তল ঘোষ৷
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে মা মমতা৷ মায়ের স্নেহ মায়ের আদর্শ তিনি ছড়িয়ে দিতে চান দেশের প্রতিটা কোণায়৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায় এর জয় বাংলায় সুনিশ্চিত করার পর কুন্তল ঘোষ থেমে থাকেন নি৷
এবার কুন্তল ঘোষ ত্রিপুরায় মা মমতার স্নেহের পরশ বিস্তার করতে চান৷ তাই কুন্তল ঘোষের নেতৃত্বে সমগ্র ত্রিপুরা শহর সেজে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় এর লড়াইয়ের অন্যতম সৈনিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবিতে৷
তৃণমূল কর্মীরা কুন্তল ঘোষের নেতৃত্বে সারা শহর জুড়ে ১০০ ফ্লেক্স তৈরি করে সাজিয়ে তুলছেন ত্রিপুরা৷ এভাবেই তারা স্বাগত জানাবেন তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷