Home খেলা ২৬ বলে ৫০! এক দিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড বাঙালি কন্যার

২৬ বলে ৫০! এক দিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড বাঙালি কন্যার

by banganews

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারল ভারত। কিন্তু তবুও এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকল একটু অন্যরকম ভাবে। বাংলার রিচা ঘোষ তৈরি করলেন নতুন রেকর্ড। ২৬ বলে অর্ধশতরান করেন তিনি। ভারতীয় মেয়েদের মধ্যে এক দিনের ক্রিকেটে দ্রুততম পঞ্চাশ করার রেকর্ড গড়লেন রিচা। যদিও দলকে জেতাতে পারেননি তিনি। তবুও হারের মধ্যেও খুশির আলো রিচার রেকর্ড।

রিচা ব্যাট করতে নামার সময়েই ১৯ রানে ৪ উইকেট পড়ে গিয়েছে ভারতের। বৃষ্টির জন্য এক দিনের ম্যাচ খেলার কথা ছিল ২০ ওভারে। প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড রান দাঁড়ায় ১৯১। সেই রান তাড়া করতে গিয়ে ভারতের অধিনায়ক মিতালি রাজের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন রিচা। ২৬ বলে অর্ধশতরান করেন তিনি।

১ জানুয়ারি থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডে আসছে টোকেন সিস্টেম

ছয় ম্যাচে এটা তাঁর দ্বিতীয় অর্ধশতরান। ২৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন রিচা। চারটি চার এবং চারটি ছয় মারেন তিনি। ভারত ৬৩ রানে হেরে যায় ম্যাচটি। সিরিজে ০-৪ ব্যবধানে পিছিয়ে গিয়েছে ভারত। সিরিজের পঞ্চম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি।

You may also like

Leave a Reply!