Home দেশ ১ জানুয়ারি থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডে আসছে টোকেন সিস্টেম

১ জানুয়ারি থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডে আসছে টোকেন সিস্টেম

by banganews

গ্রাহক সুরক্ষা আরো বাড়াতে নতুন বছর থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করছেন একাধিক নতুন নিয়ম।   অ্যাপ ওয়ালেট  থেকে ডেবিট কার্ড এর সমস্ত তথ্য মুছে যাবে বলা হয়েছে।  রিজার্ভ ব্যাংকের তরফে বলা হয়েছে কোনভাবেই গ্রাহকের ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য গচ্ছিত রাখতে পারবেনা ব্যাংক ও ওয়ালেট কোম্পানিগুলি।  সংস্থার অ্যাপ থেকে এই সমস্ত তথ্য মুছে দিতে হবে।  গ্রাহকের লেনদেনের সুরক্ষায় এবার থেকে এনক্রিপটেড ব্যবস্থা করা হচ্ছে।  যা চালু হয়ে যাবে ২০২২ এর ১ জানুয়ারি থেকে।

কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণার পর গ্রাহকদের সচেতন করতে এসএমএস পাঠানো শুরু করেছে এইচডিএফসি ব্যাংক।  সেখানে বলা হয়েছে 1 জানুয়ারি থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনে নতুন নিয়ম চালু হচ্ছে।  গ্রাহকদের প্রতারণা থেকে বাঁচাবে এই নিয়ম৷  এবার থেকে ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপে পুরনো কার্ডের ডিটেলস আর পাওয়া যাবে না।  ২০২০ সালের মার্চ মাসে প্রথম এই নিয়ম নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  2021 সালের সেপ্টেম্বর মাসের রিজার্ভ ব্যাংক জানিয়ে দেয় গ্রাহক সুরক্ষার জন্য কার্ডের তথ্য আর সেভ করে রাখা যাবে না।  এই বিষয়ে ৩১ শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় গ্রাহকদের।

 

রাজ্য বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়

টোকেনাইজেশন কী?

ডেবিট ও ক্রেডিট কার্ডে কোন আর্থিক লেনদেন করতে গেলে কিছু নির্দিষ্ট তথ্য দিতে হয়।  যার মধ্যে থাকে 16 সংখ্যার কার্ড নম্বর, কার্ডের এক্সপারি ডেট,  ওয়ান টাইম পাসওয়ার্ড এবং ট্রানস্যাকশন পিন এই সমস্ত তথ্য রয়েছে৷  এখন থেকে আর আপনাকে এত তথ্য দিতে হবে না।  তার পরিবর্তে আপনাকে দিতে হবে একটি গোপন কোড।  যাকে বলা হচ্ছে টোকেন৷ প্রতিটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে এ গোপন টোকেন নাম্বার৷

You may also like

Leave a Reply!