Home দেশ ত্রিপুরা সন্ত্রাসের পরিস্থিতিতে আদৌ কতটা নির্ভরযোগ্য হবে অমিত শাহের প্রতিশ্রুতি?

ত্রিপুরা সন্ত্রাসের পরিস্থিতিতে আদৌ কতটা নির্ভরযোগ্য হবে অমিত শাহের প্রতিশ্রুতি?

by banganews

সোমবার সকালেই ত্রিপুরা সন্ত্রাসের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অমিত শাহর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি তৃণমূল সাংসদদের দেখা করার সময় দিতে চাননি বলে জানা গিয়েছে।সকাল থেকেই শাহের সঙ্গে দেখা করার দাবিতে নর্থ ব্লকে তৃণমূল সাংসদরা ধরনায় বসেছিলেন। সাংসদরা অমিতের দফতরের বাইরে বসে পড়েন এবং বিক্ষোভ দেখান। এরপর ডেপুটি নিত্যানন্দ রাইকে দিয়ে ফোন করিয়ে তাঁদের সময় দেন অমিত শাহ (Amit Shah Tripura Violence)।
বিকেল ৪টে নাগাদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অমিতের (Amit Shah) বাসভবনে পৌঁছয়। ১৫ মিনিট ধরে চলে বৈঠক। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও।
বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কথা শুনেছেন। সায়নী ঘোষের প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে। স্মারকলিপি জমা দিয়েছি। ত্রিপুরার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তাঁকে জানিয়েছি। অমিত শাহ রবিবারই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ফোন করেছিলেন। এই বিষয়ে বিপ্লব দেবের সঙ্গে আবারও কথা বললেন বলে জানিয়েছেন। ত্রিপুরায় আর হিংসা হবে না বলেও আশ্বস্ত করেছেন অমিত শাহ।’

দিল্লিতে আলো বিভ্রাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, ‘‘চাপের মুখে কেন্দ্র যেমন কৃষি আইন প্রত্যাহার করেছিল। তেমনই চাপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে রাজি হলেন।’’
আরেকজন সংসদের কথায়,”স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আপনাদের কথা শুনলাম। এ বার রাজ্য সরকারের বক্তব্য শুনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ করার কথা বলব।’’
কিন্তু প্রশ্ন একটা জায়গাতেই। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই বলে থাকেন তিনি সুপ্রিমকোর্টকে পরোয়া করেন না এ রাজ্য তার অঙ্গুলিহেলনে চলবে। সে ক্ষেত্রে আদৌ কতটা নির্ভরযোগ্য হবে অমিত শাহের প্রতিশ্রুতি?

You may also like

Leave a Reply!