Home দেশ করোনা আবহেই গণেশ চতুর্থী, ফল দিয়ে তৈরি মূর্তিতে চমক

করোনা আবহেই গণেশ চতুর্থী, ফল দিয়ে তৈরি মূর্তিতে চমক

by banganews

সুরাট, ২২ অগাস্ট, ২০২০: অন্যান্য বছরের মতো না হলেও, করোনা পরিস্হিতিতেই দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের গ্রাফ ভাঁজ ফেলেছে সবার কপালে। পুজোর বাজার থেকে মূর্তি কেনা যেকোনও সমাগমই এড়িয়ে চলছে মানুষ। তাই বলে তো আর গনপতির পুজো বন্ধ থাকলে চলে না। তাই এবার পরিবেশ বান্ধব পুজোর দিকে ঝুঁকছেন অনেকেই।

আরও পড়ুন আমিরশাহীতে বাড়ছে সংক্রমণ, কড়া নিরাপত্তায় ক্রিকেটাররা

সুরাটের বাসিন্দা ডাক্তার অদিতি মিত্তাল আবার একটু অন্যপথে হেঁটে চমক লাগিয়েছেন। মাটির বদলে আখরোট, কাজুবাদাম, কাঠবাদাম ইত্যাদি নানারকম শুকনো ফল দিয়ে গণেশ মূর্তি গড়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
অদিতি জানিয়েছেন, তিনি খোসা সমেত এই ফলগুলি মূর্তি তৈরিতে ব্যবহার করেছেন যাতে পুজোর পর ফলগুলি হাসপাতাললে রোগীদের মধ্যে বিতরণ করা যায়। পুজো উপলক্ষে আপাতত কিছুদিন মূর্তিটি সুরাটের একটি কোভিড হাসপাতালে রাখা থাকবে।

You may also like

Leave a Reply!