Home খেলা আমিরশাহীতে বাড়ছে সংক্রমণ, কড়া নিরাপত্তায় ক্রিকেটাররা

আমিরশাহীতে বাড়ছে সংক্রমণ, কড়া নিরাপত্তায় ক্রিকেটাররা

by banganews

আমিরশাহী, ২২ অগাস্ট, ২০২০: আইপিএল খেলতে ভারতীয় ক্রিকেট তারকারা উড়ে গেছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু গত এক সপ্তাহ ধরে আমিরশাহীর করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী।প্রতিদিন তিনশো থেকে চারশো জন করে আক্রান্ত হচ্ছেন, যা সেদেশের আয়তন বিচারে যথেষ্টই উদ্বেগজনক। এই পরিস্থিতিতে প্লেয়ারদের জন্য থ্রি ডি সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

আরও পড়ুন করোনা জয়ী দেশের সর্বকনিষ্ঠ

এই সুরক্ষা বলয় ধরে রাখতে কাজ করবে দুটি সংস্থা। একটা লন্ডনের সংস্থা রিস্ট্রাটা। যারা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সুরক্ষা বলয়ের দায়িত্বে ছিল। এই সংস্থা ক্রিকেটারদের জন্য একটা ‘চিপ’ সরবরাহ করবে, যা ক্রিকেটারদের গতিবিধির উপর নজর রাখবে। কেউ সুরক্ষা বলয় ভেঙে বেরোলে সঙ্গে সঙ্গে সেই ‘চিপ’ রিপোর্ট করে দেবে। ঠিক যে ভাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জোফ্রা আর্চার সুরক্ষা বলয় ভেঙে ধরা পড়েন।

আরও পড়ুন ফের খতিয়ে দেখা হোক সুশান্তের ফরেন্সিক রিপোর্ট, এইমসকে আর্জি সিবিআই-এর

এর বাইরে দুবাইয়ের এক মেডিক্যাল সংস্থাকে ক্রিকেটারদের করোনা পরীক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামী আড়াই মাসে আট ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের যাবতীয় করোনা পরীক্ষা, টুর্নামেন্টের মাঝে কেউ করোনা আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি– সব কিছুর দায়িত্বে থাকবে এই সংস্থা।
সব মিলিয়ে কড়া নিরাপত্তা এবং একরাশ আশঙ্কার মধ্যে শুরু হতে চলেছে চলতি বছরের আইপিএল।

You may also like

2 comments

Leave a Reply!