Home দেশ সুশান্তের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ ধরেই তদন্তে গোয়েন্দাকর্তারা

সুশান্তের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ ধরেই তদন্তে গোয়েন্দাকর্তারা

by banganews

মুম্বই, ২২ অগাস্ট, ২০২০: সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের সিসিটিভি হার্ডডিস্ক নিজেদের হেফাজতে নিল সিবিআই। ১৪ জুনের সিসিটিভি ফুটেজে কী ছিল, খতিয়ে দেখবেন গোয়েন্দা আধিকারিকরা। দেখবেন সেই সিসিটিভি ফুটেজ থেকে কোনও অংশ মুছে ফেলা হয়েছে কিনা, কিংবা বিকৃত করা হয়েছে কিনা।

আরও পড়ুন :  না জেনেই সুশান্তের ঘরের লক ভেঙেছিলেন, দেখতে পাননি দেহ, জানালেন চাবিওয়ালা রফিক

সুশান্তের মৃত্যুর দিন ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে আদতে কী কী রয়েছে, তা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। যদিও মুম্বই পুলিশের তরফে বিশেষ সন্দেহজনক কিছু উল্লেখ করা হয়নি। তবে সিবিআই আধিকারিকরা জোর দিচ্ছেন ওই সিসিটিভি ফুটেজের ওপরেই। তাই তদন্তের শুরুতেই হার্ডডিস্কটি নিয়ে গিয়েছেন তাঁরা।

আরও পড়ুন :  ফের খতিয়ে দেখা হোক সুশান্তের ফরেন্সিক রিপোর্ট, এইমসকে আর্জি সিবিআই-এর

এদিকে আজ সিবিআই আধিকারিকরা সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে যাওয়ার আগে সেখানে পৌঁছয় মুম্বই পুলিশ। হঠাৎ করেই গোয়েন্দা আধিকারিকদের যাওয়ার দিন কেন মুম্বই পুলিশ সেখানে হাজির হল, তা নিয়েও উঠছে প্রশ্ন। তাহলে কি কোনও প্রমাণ লোপাটের চেষ্টা? নেটিজেনদের এই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

You may also like

Leave a Reply!