Home কলকাতা প্রয়াত বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী

প্রয়াত বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী

by banganews

প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তী। আজ দুপুর ১টা ৪৫ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাখা হয় ভেন্টিলেশনে। আজ মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন :  মন্দির নির্মাণের শুভেচ্ছা বার্তা ঘিরে বামেদের সমালোচনার মুখে কংগ্রেস ; জবাব শশী থারুরের

দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। গত সপ্তাহেই শ্বাসকষ্ট শুরু হওয়ায় উল্টোডাঙার একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন :  নিম্নচাপ সরছে পশ্চিমে, কমবে বৃষ্টি

গত মঙ্গলবার ফোন করে শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনও প্রয়োজনে নির্দ্বিধায় তাঁকে জানানোর কথা বলেন। শ্যামল চক্রবর্তীর কন্যা অভিনেত্রী উষসী চক্রবর্তী জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৌজন্যের জন্য উষসী মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন৷

You may also like

Leave a Reply!