Home বিদেশ করোনার পর এবার এসএফটিএস-এ আক্রান্ত চিন, সংক্রমণে মৃত ৭

করোনার পর এবার এসএফটিএস-এ আক্রান্ত চিন, সংক্রমণে মৃত ৭

by banganews

চিন থেকেই ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। আর তার আতঙ্কে নাভিশ্বাস উঠছে গোটা বিশ্বের। এবার ড্রাগনের দেশে থাবা বসিয়েছে এসএফটিএস।বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশেষ এক ধরনের রক্তচোষা পোকা টিকের কামড় থেকে ছড়িয়ে পড়ছে ভাইরাস। ইতিমধ্যেই সাত জন মারা গিয়েছেন চিনে৷ সংক্রামিত ৬০জন।
প্রথমে জিয়াংসুর নানজিং-এ সংক্রমণ ছড়ায়।

আরও পড়ুন :  প্রয়াত বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী

এক মহিলার দেহে ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যায় । জ্বর, সর্দি-কাশির সঙ্গে সঙ্গেই কমতে থাকে শ্বেত রক্তকণিকা। চিকিৎসার পর সুস্থ হয়ে যান তিনি। নানজিং-এ ৩৭জন এই ভাইরাসে‌ আক্রান্ত। আনহুইতেও ২৭জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে।
কোভিড ১৯-এর মতো SFTS ভাইরাস প্রাণঘাতী কিনা, এই ভাইরাস কিভাবে ছড়ায় তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, টিকের কামড় থেকেই সংক্রমণ ছড়াচ্ছে। তবে করোনার জেরে এখন সিঁদুরে মেঘ দেখলেই আতঙ্ক ছড়াচ্ছে।কোভিড থেকে শিক্ষা নিয়ে এবার বিশেষ সতর্ক রয়েছে চিন।

You may also like

Leave a Reply!