Home কলকাতা শহরের রাস্তায় প্রথম পরিবেশবান্ধব বাস চালালেন পুর-প্রধান নিজেই

শহরের রাস্তায় প্রথম পরিবেশবান্ধব বাস চালালেন পুর-প্রধান নিজেই

by banganews

বাসের চালকের সিটে বসে বাস চালাতে দেখা গেল পুর-প্রধান ফিরহাদ হাকিমকে। আজ সোমবার কসবায় পরিবহন ভবনের সামনের একটি বাস ডিপো থেকে উদ্বোধন করা হল শহর কলকাতার প্রথম পরিবেশবান্ধব বাস। তারই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ফিরহাদ হাকিম। উদ্বোধনের পরেই পথচলতি মানুষদের তাক লাগিয়েই তিনি বাসে চালকের সিটে চড়ে বসেন, শুধু তাই নয় বেশ কিছুক্ষণ বাসটিও চালান তিনি৷

এদিন পরিবেশবান্ধব যান-পরিষেবা নিয়ে বলতে গিয়ে তিনি বললেন “আপাতত ছ’মাস এই বাসটি শহরে চালান হবে। তারপর ধীরে ধীরে আরও পরিবেশবান্ধব বাস কলকাতার রাস্তায় নামান হবে।’’ এছাড়াও বলেন, ‘‘এই ধরনের বাস পরিবহন দফতরের হাতে আসায় বাস চালানর খরচ যেমন কমবে, তেমনই দূষণের মাত্রাও কমে যাবে। এর ফলে শহর অনেক বেশি পরিস্কার ও পরিচ্ছন্ন হবে।’’ অনেকদিনের প্রয়াস আজ বাস্তবায়নে খুশি তিনি। পরিবহন দফতরের এম. ডি. রাজনভীর সিংহ ও বেঙ্গল গ্যাস সংস্থার সি.ই.ও. সত্যব্রত বৈরাগীর সাথে এ বিষয়ে আগেই চুক্তি হয়েছে বলেও জানা তিনি।

You may also like

Leave a Reply!