জলপাইগুড়ি, ১৫ অগাস্ট,২০২০ঃ জুতো পরেই স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অার তাতেই নিন্দার ঝড়। সোশাল মিডিয়ায় তাঁকে তীব্র কটাক্ষ করেছেন নেটিজেনরা।

আজ জলপাইগুড়ি জেলার ক্রান্তি গ্রাম পঞ্চায়েতে পতাকা উত্তোলন করেন দিলীপ ঘোষ। সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট এ পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় তাঁর সঙ্গে উপস্থিত সকলে জুতো খুললেও দিলীপবাবু জুতো পরেই ছিলেন।
আরও পড়ুন করোনা রোগী সনাক্ত করতেই নমুনা সংগ্রহে উদ্যোগী শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েত
এই ছবি পোস্ট করার পরেই তীব্র সমালোচনা করেন নেটিজেনরা।
এবিষয়ে প্রতিক্রিয়া জানতে দিলীপ বাবুর সঙ্গে আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।