Home বঙ্গ মদের বিরুদ্ধে পাঁশকুড়ায় বিক্ষোভ

মদের বিরুদ্ধে পাঁশকুড়ায় বিক্ষোভ

by banganews

পাঁশকুড়া, ১২ অক্টোবর, ২০২০ঃ উত্তরপ্রদেশের হাতরাসে ১৯ বছরের দলিত তরুণী মনীষা বাল্মীকিকে নৃশংসভাবে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঐ হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে আজ এস.ইউ.সি.আই.(কমিউনিস্ট) দলের ছাত্র সংগঠন এ আই ডি এস ও, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও, মহিলা সংগঠন এ আই এম এস এস’ র পক্ষ থেকে পাঁশকুড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়।

আরও পড়ুন কোভিড সচেতন পুরস্কার দেবে রাজ্য

উপরোক্ত বিষয় সহ পাঁশকুড়া থানা এলাকায় ব্যাপকভাবে চোলাই মদ ও বিলিতি মদের দৌরাত্ম্য বেড়েছে৷ মদ এর বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা পাঁশকুড়া থানার আধিকারিককে একটি স্মারকলিপিও দেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। মনীষার ধর্ষণের ঘটনা আট বছর আগে দিল্লির নির্ভয়া কান্ডকে স্মরণ করিয়ে দিচ্ছে । অন্যদিকে এ রাজ্যে সম্প্রতি সরকার মদের ক্ষেত্রে “হয় ভাতা, না হয় জরিমানা” এই নীতি ঘোষণা করায় মদের প্রাদুর্ভাব আরো বাড়বে এবং তারই ফলশ্রুতিতে নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন।

You may also like

Leave a Reply!