Home বঙ্গ নদীয়ায় বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা হাসপাতাল পরিদর্শনে আসেন জেলাশাসক বিভু গোয়েল ।

নদীয়ায় বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা হাসপাতাল পরিদর্শনে আসেন জেলাশাসক বিভু গোয়েল ।

by banganews

নদীয়া জেলায় ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন হয়ে পড়েছে আরও কোভিড হাসপাতালের। এই অবস্থায় রাজ্যের মন্ত্রী, জেলাশাসক সহ প্রশাসনের একটি দল শুক্রবার পরিদর্শন করল ধুবুলিয়া যক্ষা হাসপাতাল। জেলাতে এখনও পার্যন্ত ষাট হাজারের বেশি পরিযায়ী শ্রমিক এসেছে । আরও অনেক শ্রমিক আসার কথা।

আরো পড়ুন – দেবজি মহারাজ মন্দিরের ভূতের মেলা

জেলাতে একটি মাত্র কোবিড হাসপাতাল কল্যাণীর এস এন আর কার্নিভাল। ‘সারি’ হাসপাতাল রয়েছে কৃষ্ণনগরের গ্লোকাল।
এই অবস্থায় কোবিড হাসপাতালের গুরুত্ব অনুধাবন করে সরকার চাইছে আরও কোবিড ও সারি হাসপাতাল চিহ্নিত করতে। জেলাশাসক বিভু গোয়েল এদিন ধুবুলিয়া যক্ষা হাসপাতাল পরিদর্শন করেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে ১৯৫৭ সালে তৈরি হওয়া ধুবুলিয়া হাসপাতালে জল, বিদ্যুৎ, নিকাশির ব্যবস্থা রয়েছে। যেখানে যা সংস্কার প্রয়োজন তা খতিয়ে দেখেন।

রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ধুবুলিয়া যক্ষা হাসপাতাল পরিদর্শন করে বলেন, কোরোনা আক্রান্ত দের সুস্থ করার উন্নততর স্বাস্থ্য পরিকাঠামো তৈরি রাখতে যা করার সবটাই করা হচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নদীয়া জেলা প্রশাসন সর্বোচ্চ শক্তি দিয়ে এভাবেই করোনা মহামারী র মোকাবিলা করে চলেছে*।

আরো পড়ুন – গড়িয়ার নবগ্রামে অগ্নিকাণ্ডঃ ভস্মীভূত চারটি দোকান

You may also like

Leave a Reply!