Home বঙ্গ কোভিডে আক্রান্ত বিডিও

কোভিডে আক্রান্ত বিডিও

by banganews

কোলাঘাট, ২৫ অগাস্ট, ২০২০ঃ  সম্প্রতি কয়েকদিন আগে কোলাঘাটের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিপ্লব রায়চৌধুরী করোনায় আক্রান্ত হয়। এখন তিনি কলকাতার বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। এবারে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বিডিও এমনটাই জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রশাসনের তৎপরতায় ব্লক প্রশাসনিক ভবন স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু করে ফেলেছে, পাশাপাশি এই মহামারী ভাইরাস থেকে এলাকার মানুষকে সচেতন রাখার লক্ষ্যে নেয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।

আরও পড়ুন করোনা আক্রান্ত উসেইন বোল্ট

এ বিষয় নিয়ে কোলাঘাটের বিডিও মদন মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে উনি জানান নিজেকে এই ভাইরাস থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে সোমবার নিজের স্ব-ইচ্ছায় র‍্যাপিড টেস্ট করান মদনবাবু, শেষে তার পজিটিভ রিপোর্ট আসে, স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে এই মুহূর্তে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি তিনি বলেন প্রশাসনিক সমস্ত কাজেই চলবে ও গোটা এলাকা স্যানিটাইজার করা হবে, পাশাপাশি সাধারণ মানুষের কথা ভেবে তিনি বলেন সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে আরও সচেতন থাকতে হবে।

You may also like

Leave a Reply!