Home বিদেশ করোনা মহামারী থেকে এখনো মুক্ত রয়েছে এইসব দেশ 

করোনা মহামারী থেকে এখনো মুক্ত রয়েছে এইসব দেশ 

by banganews
2019 সালের ডিসেম্বরে করোনভাইরাসটি আপাতদৃষ্টিতে চীনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু, কয়েক সপ্তাহ পরে, কোভিড ১৯ ভাইরাস বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে আক্রমণ করে৷ এটি বিশ্বব্যাপী মহামারীতে পরিণত হয়েছিল।
ভাইরাস, যা শ্বসনজনিত অসুস্থতার সৃষ্টি করে যে শ্লেষ্মা এবং লালা শরীরে তরল পদার্থের সংক্রমণ ঘটায়। এখন কমপক্ষে ১৮৮ টি দেশ ভাইরাসে আক্রান্ত৷
বিজ্ঞানী, স্বাস্থ্য আধিকারিকরা এবং বিশ্বজুড়ে সরকার নাগরিকদের শারীরিক দূরত্ব বজায় রাখতে এবং প্রয়োজন ছাড়া বাইরে যেতে বারণ করেছে৷
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুসারে, ১৩ কোটিরও বেশি লোক সংক্রামিত হয়েছে এবং বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৫৭৮,০০০ এরও বেশি। ৭.৩ মিলিয়নেরও বেশি রোগী সুস্থ হয়েছেন।
এখানে এমন কয়েকটি দেশ রয়েছে যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।
কিরিবাটি
মার্শাল আইল্যান্ড
মাইক্রোনেশিয়া
নর্থ কোরিয়া
পালাউ
সামোয়া
সলমন আইল্যান্ড
টোঙ্গা
তুর্কমেনিস্তান
তুভালু
ভানুয়াটু

You may also like

Leave a Reply!