Home বঙ্গ মমতার অনুপ্রেরণায় উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ পঞ্চাশোর্ধ্ব দুই সন্তানের জননী 

মমতার অনুপ্রেরণায় উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ পঞ্চাশোর্ধ্ব দুই সন্তানের জননী 

by banganews
মাধ্যমিক দেওয়ার পরই বিয়ে হয়ে যায় প্রতিমা চক্রবর্তীর৷ পড়াশুনার ইচ্ছে ছিল কিন্তু হয়নি। মনের ইচ্ছে মনে চেপেই সংসার সন্তান দায়িত্ব সব পালন করে যাচ্ছিলেন৷ কিন্তু কথাতেই আছে,  ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই ৫২ বছর বয়সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন প্রতিমা চক্রবর্তী। খড়দহ বন্দিপুর আইডিয়াল অ্যাকাডেমির শিক্ষক থেকে সহপাঠী সকলেই উচ্ছ্বসিত প্রতিমা দেবীর এই সাফল্যে৷
বড় ছেলে অয়ন আইনজীবী। ছোটো ছেলে অর্পণ পলিটেকনিকের ছাত্র। প্রতিমা দেবী জানান যৌথ পরিবারে স্বামী, ভাসুর, জা, ছেলেরা সকলেই তাকে পড়াশুনায় উৎসাহ দিয়েছেন৷
ছেলেদের পড়াতে পড়াতে মা যে নিজেও পড়তে চায় তা একটা সময়ে ছেলেরা বুঝতে পারেন৷ তারাই মাকে পড়ায় উৎসাহ দিতে থাকেন৷ প্রতিমা দেবী জানান লজ্জা সঙ্কোচ হলেও সেসব কাটিয়ে স্কুলে ভর্তি হন৷ বয়সে ছোট শিক্ষিকারা তাকে স্কুলে পড়াতেন৷ গৃহশিক্ষক ছিল না। নিয়মিত স্কুল যেতেন। বড় ছেলে ইংরাজি পড়াতেন মাকে৷ স্কুলের নোটস নিয়েই পড়াশুনা করতেন মেয়ের বয়সী সহপাঠীদের সঙ্গে বসে৷ সংসার সামলে পড়াশুনা করেও ২৫৯ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন প্রতিমা দেবী৷
সেই সঙ্গে প্রতিমা দেবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যেভাবে প্রতিটি মেয়েকে স্বনির্ভর করার চেষ্টা করছেন এই চেষ্টাই তাকে এই বয়সে এসে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রেরণা দিয়েছে৷

You may also like

Leave a Reply!