Home কলকাতা কলকাতায় যুবকের শরীরে মিলল করোনার নয়া স্ট্রেন

কলকাতায় যুবকের শরীরে মিলল করোনার নয়া স্ট্রেন

by banganews

কলকাতা, ৩০ ডিসেম্বর, ২০২০ঃ গত কয়েকদিন ধরেই করোনার দৈনিক সংক্রমণ কমলেও নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে করোনার নয়া স্ট্রেন। ব্রিটেন ফেরত ছয় ভারতীয়ের শরীরে মিলেছে এই নয়া স্ট্রেন। এবার কলকাতায় দেখা মিলল করোনার নয়া স্ট্রেনের। ব্রিটেন ফেরত কলকাতার এক যুবক কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাঁর শরীরে দেখা গেছে করোনার নতুন স্ট্রেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের দাবি আগের ভাইরাসের থেকে এটি ৭০ শতাংশ বেশী সংক্রামক। কাকতালীয়ভাবে এই যুবক মেডিক্যাল কলেজের শীর্ষ প্রশাসনিক কর্তার পুত্র। প্রথমবার কলকাতায় ভাইরাসের বীজ নিয়ে এসেছিল রাজ্য সরকারের এক আমলার পুত্র। এবারও শীর্ষ প্রশাসনিক কর্তার পুত্র করোনার নতুন স্ট্রেন নিয়ে এল কলকাতায়।

আরও পড়ুন হোয়াটসঅ্যাপ পেমেন্ট কীভাবে করবেন ?

এই যুবকের সঙ্গে আসা আরও সাতজনের নমুনা কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল এন্ড জিনোমিক্সএ পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে৷ সম্ভবত কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসাধীন ওই যুবকই নতুন স্ট্রেনে আক্রান্ত৷ যে যুবক নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছে তাঁকে দমদম বিমানবন্দর থেকেই কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সম্পূর্ণ আলাদা ঘরে রেখেই চলছে তাঁর চিকিৎসা। দেশে এখনও পর্যন্ত মোট ২০ জন নয়া স্ট্রেনে আক্রান্ত। এর মধ্যে দিল্লিতে ৯ জন, ৭ জন বেঙ্গালুরুতে, হায়দ্রাবাদে ২ জন, পুনেতে ১ জন আর কলকাতায় ১ জন। দুর্গাপুজোয় মানুষের যতটা সতর্কতা ছিল বড়দিনে তার বিন্দুমাত্র দেখা যায়নি। মাস্ক ছাড়াই বড়দিনের উৎসবে মেতেছিলেন কলকাতাবাসী। ইতিমধ্যে বর্ষবরণের উৎসবে হ্রাস টানতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে কেন্দ্রের দাবি করোনার নতুন স্ট্রেনের ক্ষেত্রে ভ্যাকসিন যে কাজ করবে না তার প্রমাণ নেই। তবে সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

You may also like

Leave a Reply!