দিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২০ঃ কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। কেন্দ্রের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই আইন কৃষকদের পক্ষেই তবুও বরফ গলেনি। বিরোধীদের জবাব দিয়েছে কেন্দ্র যে দুপক্ষের আলোচনার ভিত্তিতেই এই আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু RTI বলছে কেন্দ্রের এই দাবি ভিত্তিহীন। দুপক্ষের আলোচনার কোনো রেকর্ড নেই সরকারের কাছে আর তা খোদ সরকার স্বীকারও করেছে।
আরও পড়ুন হোয়াটসঅ্যাপ পেমেন্ট কীভাবে করবেন ?
কিন্তু সরকার এখনও বলছে নয়া কৃষি আইন আনার আগে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এমনকি সোমবার ফেসবুক লাইভে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন নয়া কৃষি আইন প্রণয়নের আগে বহুদিন ধরে আলোচনা হয়েছে। কৃষি আইন সমর্থনে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন এই আইন প্রণয়নের আগে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা হয়েছে। গত জুন থেকে ওই কৃষি আইন বিষয়ক প্রশিক্ষণে ৯২.৪২ লাখ কৃষক অংশ নিয়েছেন। তবে ১৫ ডিসেম্বর RTI এর মাধ্যমে কৃষি বিল সংক্রান্ত আলোচনার বিষয়বস্তু বিস্তারিত জানতে চাওয়া হয়। কিন্তু ২২ ডিসেম্বর এই RTI এর উত্তরে মুখ্য জনসংযোগকারী আধিকারিক জানায় এই বিষয় কোনো তথ্য রাখা হয়নি। অর্থাৎ মুখে দাবি করলেও কৃষি আইন নিয়ে আলোচনা সম্পর্কিত কোনও তথ্যই দিতে পারল না কেন্দ্র।