Home খেলা করোনা আক্রান্ত ফুটবলার নেইমার

করোনা আক্রান্ত ফুটবলার নেইমার

by banganews

রিও, ২ সেপ্টেম্বর, ২০২০ঃ  প্যারিস সাঁ-জাঁ (Paris Saint-Germain)-র ফরোয়ার্ড, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, নেইমারের (Neymar) চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের পর ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর কোভিড টেস্ট করানো হলে, রিপোর্ট পজিটিভ আসে। নেইমারের দুই আর্জেন্টিনীয় সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়েন্দ্রো পারেদেসও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে৷

আরও পড়ুন জিএসটি ক্ষতিপূরণ ইস্যুতে মোদীকে চিঠি মমতার

সূত্রের খবর, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারের পর প্যারিস সাঁ-জাঁ’র বেশ কয়েক জন খেলোয়াড় ছুটি কাটাতে ইবিজায় গিয়েছিলেন। সেখানে  নেইমার তাঁর ছেলে ও বাবাকে নিয়ে গিয়েছিলেন। ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারেদেসের ‘পজিটিভ’ আসায় নেইমারকে নিয়ে শঙ্কা ছিলই। কারণ নেইমার এদের সংস্পর্শে এসেছিলেন৷

যদিও, মঙ্গলবার লেকিপ জানিয়েছিল, তৃতীয় খেলোয়াড়টি আর্জেন্টাইন স্ট্রাইকার মার্কো ইকার্দি। তবে ফরাসি সংবাদমাধ্যম জানায় , নেইমার করোনা আক্রান্ত এবং তিনি হোম আইসোলেশনে আছেন৷

You may also like

Leave a Reply!