Home বঙ্গ আনলক2 এর আগেই বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আনলক2 এর আগেই বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

by banganews
কাল থেকে শুরু হচ্ছে আনলক টু কিন্তু রাজ্যে বাসের অভাবে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। বাসের দুর্ভোগ মেটাতেই আজ মঙ্গলবার বৈঠকে কড়া বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আগামিকাল পর্যন্ত সরকারি বাস মালিকদের সময়সীমা বেঁধে দিলেন তিনি। বুধবার থেকে রাস্তায় বেসরকারি বাস না নামলে কড়া ব্যবস্থা নেবে সরকার। প্রয়োজনে আইন প্রয়োগ করে বাজেয়াপ্ত করা হবে বেসরকারি বাস।
এখানেই শেষ নয়, এদিন কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে সরকারি ড্রাইভার দিয়ে বাস চালাবে রাজ্য।
      মাননীয়া মুখ্যমন্ত্রী আরও বলেন, ” 1লা জুলাই থেকে 15 হাজার টাকা করে সাহায্য করার কথা বলা হয়েছিল। কিন্তু তার পরেও বেশকিছু ইউনিয়নের অন্যরকম বিবৃতি দেখছি। মানুষের স্বার্থে কখনও কখনও সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। ডিজেলের দাম বেড়েছে, একে সমর্থনও করছি না। ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভাড়া বাড়লে, দাম কমলে ভাড়াও কমা উচিত।”
আরও পড়ুন : খুলছে না টিকটক!
      এছাড়াও এই বৈঠকে মুখ্যমন্ত্রী আগামী বছর জুন পর্যন্ত ফ্রি রেশন ব্যবস্থার কথাও ঘোষণা করেছেন। কেন্দ্র এবং রাজ্যে দৌলতে এপ্রিল মাস থেকে শুরু হওয়া ফ্রি রেশন ব্যবস্থা চলবে টানা 15 মাস। রাজ্য অবশ্য আগেই সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি রেশনের কথা ঘোষণা করেছিল।

You may also like

Leave a Reply!