Home দেশ কেন্দ্রের গরিব কল্যাণ কী? জানেই না রাজ্য বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 

কেন্দ্রের গরিব কল্যাণ কী? জানেই না রাজ্য বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 

by banganews
রবিবার রাজ্যকে দোষারোপ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, পশ্চিমবঙ্গ তথ্য না দেওয়ায় পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার প্রকল্পের তালিকা থেকে বাদ পড়ছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা৷ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র পাল্টা অভিযোগ করেছিলেন কেন্দ্রকে জেলা ভিত্তিক তথ্য পাঠানো হয়েছিল।
এর মধ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রের তরফে যে গরীব কল্যাণ রোজগার প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, সেই স্কিম সম্পর্কে রাজ্য সরকারের কিছুই জানা নেই।
জাতির উদ্দেশ্যে ভাষণে নানা কথার মধ্যে কেন্দ্রের এই প্রকল্পের উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রকল্পটি কী ভাবে পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেবে তাও জানান প্রধানমন্ত্রী। কিন্তু রাজ্যের তরফে বলা হয়, আজ পর্যন্ত ওই স্কিম সম্পর্কে তারা কিছুই জানেন না৷ মুখ্যমন্ত্রী জানান,” গরীব কল্যাণ প্রকল্প থেকে আমাদের রাজ্য বাদ গিয়েছে৷ কীভাবে ওই স্কিমের মাধ্যমে পরিযায়ীদের সুবিধা হবে তা জানা নেই। বিস্তারিত না জেনে কিছু বলা সম্ভব নয়। “
নির্মলা সীতারামন বলেন, দেশের 116 টি জেলা গরিব কল্যাণ প্রকল্পের সুবিধা পাচ্ছে। কিন্তু রাজ্য তথ্য না দেওয়ায় বঞ্চিত হয়েছে পশ্চিমবাংলা। তার জবাবে সোমবার অমিত বাবু জানিয়েছেন গত 23 জুন চিঠি পাঠিয়েছিল কেন্দ্র জেলা ভিত্তিক পরিযায়ীদের তথ্য জানার জন্য৷ জেলা ভিত্তিক তথ্য দেওয়া হয়েছিল। তারপর ব্লক ভিত্তিক তথ্য চেয়ে ২৫ জুন ফের চিঠি দেয় কেন্দ্র। ব্লক ভিত্তিক তথ্যও কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল৷ কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ বাদ৷
রাজ্য পাল্টা অভিযোগ করেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য রাজ্য আর্থিক প্যাকেজের দাবি করলেও কেন্দ্র তাতে কর্ণপাত করেনি।

You may also like

Leave a Reply!