Home দেশ আজ থেকে বদলে যাচ্ছে টাকা সংক্রান্ত একগুচ্ছ নিয়ম 

আজ থেকে বদলে যাচ্ছে টাকা সংক্রান্ত একগুচ্ছ নিয়ম 

by banganews
করোনা মহামারির জেরে কেন্দ্র সরকারের তরফে একাধিক জরুরি ডেডলাইন ৩০ জুন থেকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এখানে আইটি রিটার্ন জমা দেওয়া থেকে স্মল সেভিংস স্কিমে বার্ষিক ডিপোজিট ও প্যান-আধার লিঙ্কের ডেডলাইন সামিল রয়েছে ৷ এ ছাড়াও বেশ কয়েকটি জিনিস রয়েছে আজ থেকে বদলাতে চলেছে ৷
১. এটিএম উইথড্রয়েল চার্জ: লকডাউনের সময় কেন্দ্র সরকারের তরফে এটিএম উইথড্রয়েল চার্জ তুলে নেওয়া হয় ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, ডেবিট কার্ড হোল্ডাররা তিন মাস অর্থাৎ এপ্রিল, মে ও জুন মাস পর্যন্ত যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন ৷ এর জন্য কোনও চার্জ নেওয়া হবে না ৷ ৩০ জুন পর্যন্ত এই ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল ৷ সে ক্ষেত্রে আজ থেকে এই ছাড় শেষ হয়ে যাওয়ার কথা ৷ নিজের ব্যাঙ্ক ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে নির্ধারিত লিমিটের পর চার্জ দিতে হতে পারে ৷ সাধারণত ব্যাঙ্ক মাসে ৫ বার ফ্রি লেনদেনের সুবিধা দিয়ে থাকে ৷ অন্য ব্যাঙ্কের এটিএম-এর ক্ষেত্রে লিমিট ৩ বার ৷ লিমিটের বেশি ট্রানজেকশন করলে ৮ থেকে ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হতে পারে গ্রাহকদের ৷ কত টাকার লেনদেন করছেন গ্রাহক তার উপরও নির্ভর করে চার্জ ৷
২. ন্যূনতম ব্যালেন্স: আজ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে ব্যাঙ্ক আপনার থেকে পেনাল্টি চার্জ নিতে পারে ৷ প্রত্যেক ব্যাঙ্ক তাদের নিজেদের ন্যূনতম ব্যালেন্স নির্ধারিত করে থাকে ৷ এই অ্যামাউন্ট প্রত্যেক মাসে অ্যাকাউন্টে রাখতে হবে গ্রাহকদের ৷ না হলে দিতে হবে জরিমানা ৷ তবে স্টেট ব্যাঙ্কের তরফে ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যতামূলক নিয়ম তুলে নেওয়া হয়েছে ৷
৩. ইপিএফও অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে থেকে একটি নির্ধারিত টাকা তোলার ছাড় দেওয়া হয়েছিল ৷ এর ডেডলাইনও ৩০ জুন শেষ হয়ে যেতে চলেছে ৷ অর্থাৎ ১ জুলাই থেকে পিএফ অ্যাডভান্স ক্লেম করতে পারবেন না ৷
৪. সবকা বিশ্বাস স্কিমের ডেডলাইন ৩০ জুন ৷ ১ জুলাই থেকে এই স্কিমের লাভ মিলবে না ৷ সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৩০ জুনের পর এই স্কিমের ডেডলাইন আর বাড়ানো হবে না ৷
৫. নতুন সংস্থার রেজিষ্ট্রেশন: ১ জুলাই থেকে নতুন সংস্থা শুরু করা আরও সহজ হতে চলেছে ৷ বাড়িতে বসে কেবল আধারের মাধ্যমে সংস্থার রেজিষ্ট্রেশন করানো যেতে পারে ৷ Self Declaration- র মাধ্যমে সংস্থার অনলাইন রেজিষ্ট্রেশনের নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ৷

You may also like

Leave a Reply!