Home দেশ টিকটকের বদলে জনপ্রিয় ভারতীয় Roposo 

টিকটকের বদলে জনপ্রিয় ভারতীয় Roposo 

by banganews
TikTok-এ মজেছিল দুনিয়া৷ কিন্তু সাময়িকভাবে বন্ধ হল টিকটক৷ লক্ষ-কোটি ইউজারের কী হবে, এবার তাদের জন্য আসছে Roposo ৷ একেবারে ভারতীয় এই ভিডিও অ্যাপ কাজ করবে টিকটকের মতো৷ ভিডিও-ফার্স্ট অ্যাপে নিজেদের শৌখিন ভিডিও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা৷ তাই তো টিকটক ব্যানের পর আশা দেখছে এই ভারতীয় সংস্থা৷ তারা মনে করছে যে, ১ দিনে প্রায় ১ কোটি মানুষ যোগ দেবেন এই নতুন অ্যাপে!
সংস্থার সহ প্রতিষ্ঠাতা ও সিইও মায়াঙ্ক ভাঙ্গাডিয়া জানাচ্ছেন, সকাল থেকে আমাদের ট্র্যাফিকে দারুণ উন্নতি দেখছি৷ প্রচুর মানুষ ঝুঁকছেন এই অ্যাপের প্রতি৷ এটা কোম্পানির জন্য ভাল লক্ষণ৷ চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার ১ দিনের মাথায় এই বৃদ্ধি নিঃসন্দেহে আশাব্যঞ্জক৷
Roposo-তে এখন রয়েছে ৬ কোটি ৫০লক্ষ ইউজার৷ তবে TikTok, Likee, Bigo Live, Vigo Video ও Helo-র মতো চিনা অ্যাপগুলি বন্ধের ফলে এখন Roposo-র জনপ্রিয়তা বাড়তে চলেছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের অ্যাপ স্থানীয় কনটেন্টের ওপর বেশি জোর দেয়৷ তাই এর ভিত্তিতে জনপ্রিয়তা বাড়বে৷ গত ৪ বছর ধরে আমরা এই অ্যাপে স্থানীয় বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে৷ ৩০টি চ্যানেল বা টপিক রয়েছে যেখানে নিজস্ব কনটেন্ট তৈরি করে শেয়ার করা যায়৷ জানাচ্ছেন সংস্থার সিইও৷
আর যে কনটেন্টের ওপর তাদের কাজ, সেখানে ছোট ছোট কাজ যারা করছেন তারাও মোটা টাকা পেতে পারেন৷ এমন ভাবে সাজানো হয়েছে উপার্জনের পদ্ধতি বা রেভেনিউ মডেল৷ চিনা অ্যাপ ব্যানের আগে থেকে ভারতীয় এই অ্যাপে ভিড় বাড়ছিল৷ নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছিলেন ক্রিয়েটররা।
মূল সংস্থা গ্ল্যান্স (Glance)-র অধীনে রয়েছে Roposo৷ যদিও পেরেন্ট কোম্পানির থেকে বেশি সংখ্যক মানুষ ব্যবহার করে Roposo৷ এখন মোট ৬ কোটি ৫০ লক্ষ ইউজার রয়েছে তাদের যা মাসিক ২ কোটি ৫০ লক্ষ হারে বৃদ্ধি পায়৷ গ্ল্যান্স (Glance) সংস্থাটির মালিক হল ভারতীয় স্টর্টআপ ইনমোবি (InMobi)৷
চিনা অ্যাপ টিকটকের বিকল্প হিসেবে আগামী দিনে গ্ল্যান্স Roposo ভাল ব্যবসা করবে এবং দেশজুড়ে ছড়িয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।  Roposo জানাচ্ছে, সেরা ব্যবসায়ীক মডেল রয়েছে তাদের৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেক মধ্যে এই মডেলের ফলে দেশের বাজারে তাদের উন্নতি অবসম্ভাবী৷

You may also like

Leave a Reply!