Home বঙ্গ ‘কিছু লুকানোর নেই, সিবিআই বিরোধিতা নয়’, বগটুই কাণ্ডে সহযোগিতা রাজ্যের

‘কিছু লুকানোর নেই, সিবিআই বিরোধিতা নয়’, বগটুই কাণ্ডে সহযোগিতা রাজ্যের

by banganews

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে বা রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাবে না রাজ্য সরকার। আধিকারিকদের এমনটাই জানানো হয়েছে। কারণ, রাজ্য সরকারের লুকানোর কিছু নেই। তাই রাজ্যের সিবিআই তদন্তের সিদ্ধান্তের বিরোধিতার কোনও প্রশ্নও ওঠে না। বিরোধিতা করবেও না রাজ্য। নবান্ন সূত্রে খবর এমনই।

 

‘কেউ ছাড় পাবে না’, বৃহস্পতিবার রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়

বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, “ঘটনার সবটা শুনেছি। ‘শকিং’ এই ঘটনার বিচারের জন্য এবং সত্য উদঘটনের জন্য সিবিআই তদন্ত করবে। সত্য উদঘাটনের প্রয়োজন আছে। ন্যায়বিচারের স্বার্থেই তদন্তভার সিবিআই হাতে তুলে দেওয়া হল।” পাশাপাশি, কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, “সবাইকে সহযোগিতা করতে হবে। সিবিআই তদন্ত করে এই ঘটনায় রিপোর্ট দেবে। আর তদন্ত করতে পারবে না রাজ্যের গঠিত সিট। শুধু কাগজপত্রই নয়, ধৃত ও অভিযুক্তদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। দ্রুত ধরতে হবে দোষীদের।”

You may also like

Leave a Reply!