Home কলকাতা সিবিআই নোটিশ পেয়েও হাজিরা এড়ালেন ব্যবসায়ী বিনয় মিশ্র

সিবিআই নোটিশ পেয়েও হাজিরা এড়ালেন ব্যবসায়ী বিনয় মিশ্র

by banganews

কলকাতা, ৪ জানুয়ারি, ২০২১ঃ কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্রকে আজ হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত ৩১ ডিসেম্বর বিনয় মিশ্রকে নোটিশ পাঠানো হয় যে ৪ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। কিন্তু আজ এলেন না বিনয় মিশ্র। দুপুর গড়িয়েগেলেও গড় হাজির ছিলেন তিনি।

আরও পড়ুন দলীয় পতাকা লাগানো নিয়ে ABVP-TMCP সংঘর্ষ, রণক্ষেত্র বাজকুল কলেজ

এবার বিনয় মিশ্রের বিরুদ্ধে অন্যব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন সিবিআই কর্তারা। গুঞ্জন শুরু হয়েছে বিনয় নাকি দুবাইয়ে গা ঢাকা দিয়েছেন। ডিসেম্বরের শেষদিকে বিনয় মিশ্রের কলকাতার ৩ টি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। এর মধ্যে একটি বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এবার তাঁকে নাগালে আনতে সিবিআই কি কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। এদিকে কয়লা পাচার কাণ্ডে যুক্ত আরেক ব্যবসায়ী গণেশ বাগাড়িয়াও দুবাইতে ছিলেন। তবে তিনি শুক্রবার দেশে ফিরেছেন বলে খবর। তাঁকেও হাজিরা দেওয়ার জন্য সিবিআই নোটিশ দিয়েছিল। তবে তিনি বাইরে থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভবনা রয়েছে। আর সে কারণেই উভয়কে নাগালে আনতে চাইছে সিবিআই।

You may also like

Leave a Reply!