Home বঙ্গ ফি মকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ পাঁশকুড়া কলেজে

ফি মকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ পাঁশকুড়া কলেজে

by banganews

পাঁশকুড়া, ৪ জানুয়ারি, ২০২১ঃ  স্নাতক ও স্নাতকোত্তরে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ভর্তির ফি মকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালী কলেজে। পড়ুয়াদের দাবি, করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ ছিল। কলেজ কর্তৃপক্ষ হঠাৎ নোটিশ জারি করে ছাত্র-ছাত্রীদের ভর্তির ফি দিতে হবে। এর প্রতিবাদে সোমবার পাঁশকুড়া কলেজ গেটের কাছে অবস্থান-বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন সিবিআই নোটিশ পেয়েও হাজিরা এড়ালেন ব্যবসায়ী বিনয় মিশ্র

এম এসসি ফিজিক্স-এর ছাত্রী বিদিশা জানা বলেন-” করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকায় ভর্তির টাকা নেওয়া অনৈতিক। সেমিস্টার ফি সম্পূর্ণ মকুব করতে হবে। অ্যাডমিশন ফি-ও বাতিল করতে হবে।” ল্যাব, ইলেকট্রিক সংক্রান্ত চার্জ কেন নেওয়া হবে সেই প্রশ্নও তোলে পড়ুয়ারা। দাবি মানা না হলে অবস্থান চলবে বলে জানিয়েছে তারা।

You may also like

Leave a Reply!