Home দেশ সুশান্তের মৃত্যু—মামলা দায়ের তাবড় বলিউডি সেলিব্রিটিদের নামে

সুশান্তের মৃত্যু—মামলা দায়ের তাবড় বলিউডি সেলিব্রিটিদের নামে

by banganews

এ যেন বিস্ফোরণ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২ দিন কাটতে না কাটতেই মামলা দায়ের করা হল বলিউডের ৩ তাবড় প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে। বিহারের মুজফ্ফরপুরের আদালতে একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি এবং করণ জোহরের বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনজীবী সুধীর কুমার ওঝা।
আইনজীবী সুধীর কুমার ওঝা জানান, পরিচালক সঞ্জয় লীলা বনশালি, করণ জোহর এবং একতা কাপুরের বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় ওই ৩ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। ইচ্ছে করে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল, যার জেরে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিতে সুশান্ত হন বলে ফুঁসে ওঠেন ওই আইনজীবী।

আরও পড়ুন সুশান্তের অর্থকষ্টের কথা জানালেন পরিচারক, মানতে নারাজ বোন

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। তিনি বলেন, ছিছোঁড়ের পর ৬ মাসের মধ্যে পরপর ৭টি সিনেমা হাতছাড়া হয়ে যায় সুশান্ত সিং রাজপুতের। এরপরই বিমর্ষ হয়ে পড়েন তিনি। পাশাপাশি ওই ঘটনার পরই সুশান্ত অবসাদগ্রস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ করেন সঞ্জয় নিরুপম

You may also like

Leave a Reply!