Home পাঁচমিশালি বয়স পেরিয়েছে ১০০ তবু যৌনক্ষমতা চূড়ান্ত! যা দেখে তাজ্জব তামাম বিজ্ঞানীদের দল।

বয়স পেরিয়েছে ১০০ তবু যৌনক্ষমতা চূড়ান্ত! যা দেখে তাজ্জব তামাম বিজ্ঞানীদের দল।

by banganews

নাম ডিয়েগো। বসবাস ক্যালিফোর্নির সান্তা ক্রুজ দ্বীপ। বয়স ১০০ বছর। জাতে কচ্ছপ!
আজ্ঞে হ্যাঁ, এই শতায়ু বিরল প্রজাতির পুরুষ কচ্ছপটির জন্যই প্রায় হারিয়ে যাওয়া তার সমগোত্রীয় কচ্ছপ প্রজাতিই বেঁচে গেল৷এই পুরুষ কচ্ছপের যৌনশক্তিতে ঘনঘন গর্ভবতী হয়ে পড়ে স্ত্রী কচ্ছপরা৷ তাই একের পর এক বেড়ে গিয়েছে তাদের সংখ্যা৷ ফলে আর সমস্যায় নেই এই প্রজাতির কচ্ছপ৷ এতে খুশি বিজ্ঞানীরা৷ পুরুষ কচ্ছপ ডিয়েগোর যৌনতায় খুশি বিজ্ঞানীরা৷ কারণ তার জন্যই তো বেঁচে গেল গোটা একটা কচ্ছপ জাতি!

আরো পড়ুন – হরিয়ানায় সরকারি আধিকারিক কে জুতোপেটা করলেন বিজেপি নেত্রী। ভাইরাল ভিডিও

কচ্ছপ প্রজননের একটি বিশেষ প্রকল্পের জন্য ক্যালিফোর্নির সান্তা ক্রুজ দ্বীপে নিয়ে যাওয়া হয় ১৪টি পুরুষ কচ্ছপকে। মূল লক্ষ্য ছিল কচ্ছপের বংশবৃদ্ধি।

প্রধানত এই ডিয়েগো নামের কচ্ছপটির জন্যই এই প্রকল্পে ভাল সাড়া পাওয়া গিয়েছে৷ ১৯৬০ থেকে প্রায় ২হাজার কচ্ছপ জন্মেছে যার মধ্যে ৮০০টি ডিয়েগোর সন্তান৷ আপাতত মিশন সফল হওয়ার পর ডিয়েগোকে তার নিজের জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷ মার্চ মাসে এসপ্যানোলা দ্বীপে পাঠানো হবে বলে খবর৷

আরো পড়ুন – কলকাতায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭০ জন – দৈনিক সংক্রমণে সর্বোচ্চ

বিজ্ঞানীরা খুশি তো বটেই, সঙ্গে তাঁরা মেনেও নিয়েছেন এত বয়স্ক হওয়া সত্বেও এরকম চরম যৌনক্ষমতা যুক্ত কচ্ছপ তাঁরা আগে কখনও দেখেননি।
বুড়ো হাড়ের ভেলকি আর কী!

You may also like

Leave a Reply!