Home বঙ্গ বাংলার জেলায় জেলায় ফের কালবৈশাখীর তাণ্ডব মৃত ১

বাংলার জেলায় জেলায় ফের কালবৈশাখীর তাণ্ডব মৃত ১

by banganews

ফের একবার কালবৈশাখীর তান্ডব আছড়ে পড়লো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গত বুধবার বাংলার বুকে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান। এক সপ্তাহের ব্যবধানে সেই বুধবারেই আবারও ঝড়-বৃষ্টির দাপট চলল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝড়ের তাণ্ডবে বহু গাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। এদিনের ঝড়-বৃষ্টির জেরে আরামবাগে গাছের ডাল ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরো পড়ুন – রাজ্যকে না জানিয়েই আসছে শ্রমিক স্পেশাল, সরব মমতা!

মৃতের নাম লালমোহন রায় গুপ্ত (৪০)।জানা গেছে, মৃত ব্যক্তি পেশায় একজন মুরগি ব্যবসায়ী। এছাড়াও আহত হয়েছেন আরও।পুলিশ সূত্রের খবর, সাইকেলে বাড়ি ফিরছিলেন আরামবাগের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল ফজল নূরবাগ। সেইসময় তীব্র বৃষ্টিপাত শুরু হয়। সঙ্গে ঝড়। পথে বাসুদেবপুর মোড়ের কাছে একটি গাছ ভেঙে তাঁর মাথায় পড়ে । গুরুতর জখম হন ওই প্রৌঢ়। মাথায় তাঁর ২২ টি সেলাই পড়েছে বলে খবর। অন্যদিকে, দৌলতপুরে গাছ ভেঙে পড়ায় আহত হয়েছেন এক মহিলা। আরামবাগের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি।

আরো পড়ুন – ২৫তম বিবাহ বার্ষিকীতে পরিবারের জন্য নিজহাতে রান্না করলেন শচীন

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ৯৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। বজ্র বিদ্যুৎ -সহ ঝড়-বৃষ্টি হয়েছে হাওড়া, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়।

You may also like

Leave a Reply!