Home বঙ্গ রাস্তায় পড়ে থাকা গাছ সরাতে পথে নামল সেনা বাহিনী…

রাস্তায় পড়ে থাকা গাছ সরাতে পথে নামল সেনা বাহিনী…

by banganews

আমফান ঘূর্নিঝড় বিদায় নিয়েছে ৩ দিন পেরিয়ে গেছে। কয়েকঘন্টার ঝড়ে তছনছ হয়ে গেছে শহর থেকে শহরতলি। শহর থেকে জেলার অনেক জায়গায় এখনও বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত। জল নেই, মোবাইলের নেটওয়ার্ক নেই। কার্যত স্তব্ধ হয়ে গেছে শহর থেকে শহরতলি। কলকাতার অনেক রাস্তায় এখনও উপরে রয়েছে একের পর গাছ। রাস্তা বন্ধ হয়ে রয়েছে গাছ পড়ে। এই পরিস্থিতিতে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য সরকার সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে। মূখ্যমন্ত্রী নিজে গিয়ে সিইএসসির অফিসে কথা বলেছেন পরিস্থিতি নিয়ে। কলকাতার মেয়র সাধারণ মানুষের কাছে ৭ দিন সময় চেয়ে নিয়েছেন সব স্বাভাবিক করার লক্ষে। মূখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করে তোলার। তিনি সবাইকে শান্ত থেকে ধৈর্য রাখতে বলেছেন। সিইএসসি র ভূমিকায় তিনিও ক্ষুব্ধ। শহরের বহু ব্যস্ত রাস্তা আটকে রয়েছে গাছ পড়ে। কিন্তু সিইএসসির তরফ থেকে যথাযথ সাহায্য মিলছে না, আজও আবার সিইএসসির অসহযোগিতা চোখে পড়ল পর্ণশ্রী এলাকায়। একটি বিশালাকায় বটগাছ বিদ্যুতের তার সমেত পড়ে গেছে ওই এলাকায়। আজ সকালে সেই গাছ সরাতে পথে নামে সেনা জওয়ান ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ছিল দমকলের কর্মীরাও। কিন্তু গাছে বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা নিশ্চিত করতে সিইএসসি এসে পৌঁছায় প্রায় দু ঘন্টা পর। এর ফলে থমকে যায় কাজ। স্থানীয় বাসিন্দারা সিইএসসির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। কিন্তু দু ঘন্টা কেন দেরি হল তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অন্যদিকে গড়িয়া পূর্ণদাস রোডে গাছ পড়ে আটকে যায় রাস্তা। সেই গাছ সরানোর কাজে নেমেছে সেনা জওয়ান ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাজ্য সরকারও তৎপর পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে।

 

 

You may also like

Leave a Reply!