Home দেশ লকডাউন মেনেই এবার পালন হবে ঈদ…

লকডাউন মেনেই এবার পালন হবে ঈদ…

by banganews

করোনা আবহে সারা দেশ জুড়ে লকডাউন জারি করা হয়েছে। আগামী ৩১ শে মে পর্যন্ত নতুন করে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। এবার অন্যরকম ভাবেই কেটেছে সব কিছু। চৈত্র সেল হয়নি এই লকডাউনে, রমজান মাস এই লকডাউনে তাই একসাথে রোজাও হয়নি, একসাথে নমাজ পরা হয়নি। মানুষ আপন হয় কিন্তু রোগ তো আপন নয় তাই নিয়ম মেনে চলতেই হবে এই কঠিন পরিস্থিতিতে। করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে আর সেই কারনেই এবার লকডাউনে নিয়ম মেনে পালন করতে হবে খুশীর ঈদ। আগামীকাল ঈদ, কিন্তু এই লকডাউনে নিয়ম মেনে কাটছাট করে পালিত হবে ঈদ। একমাস রোজা হয়েছে ঠিকই কিন্তু একসাথে নয়, যে যার মত করে পালন করেছে। নমাজ পড়েছে কিন্তু মসজিদে গিয়ে নয় ঘরে থেকে। এবার বাড়িতে বসেই পালন হবে খুশীর ঈদ। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাড়িতে থেকেই পরিবারের সকলের সাথে ঈদ পালনের কথা বলা হয়েছে। সবার আগে সুরক্ষা ও সুস্থতা আর সেই কারণে বাড়িতে থেকে নমাজ পরে পালন করুন ঈদ, এমনটাই বলা হয়েছে। ভিডিও কলে প্রিয়জনকে শুভেচ্ছা জানান, ডিজিটাল দুনিয়ায় পালন করুন ঈদ। বাড়িতেই বানিয়ে ফেলুন পছন্দের পদ। পরিবারের সকলের সাথে জমিয়ে খাওয়া দাওয়া করুন। নতুন জামা কাপড় পরে বাড়িতে পরিবারের সাথে এবছরের ঈদ পালন করুন। একটু অন্যরকম ভাবে পালন করুন এবছরের ঈদ। আড়ম্বরপূর্ণ হোক কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই হোক। লকডাউন উৎসব বন্ধ হওয়ার কারণ হতে পারে না। উৎসব পালন করুন লকডাউন মেনে। সুরক্ষা মেনে এবছরের ঈদ পালন করুন ও সুস্থ থাকুন।

You may also like

Leave a Reply!