আমরা এখন এমন একটি জীবনযাত্রা যাপন করে অভ্যস্থ হয়ে গেছি সেখান থেকে বেরিয়ে আসার কথা বললে আমাদের চোখ অন্ধকার হয়ে যায়। করোনার কবলে পড়ে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও আমাদের একমাত্র বাঁচিয়ে রেখেছে যে সে হল ইন্টারনেট পরিষেবা। বহু দূরে থাকা মানুষের সাথেও নিমেষের মধ্যে যোগাযোগ করা যায় একমাত্র ইন্টারনেটের মাধ্যমে। ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ ছাড়া আমরা নিজেদের ভাবতেই পারি না। সেখানেই একটি খবর যদি হয় যে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ন বন্ধ হয়ে যাবে কেমন হবে?
ঠিক এমন খবরই শোনাতে চলেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তাদের তোলা কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে যে দুর্বল হতে চলেছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অঞ্চলে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র যেটা খুবই চিন্তার বিষয়। এই চৌম্বক ক্ষেত্র পৃথিবীকে কোটি কোটি মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করে তাই এই ক্ষেত্র দুর্বল হয়ে গেলে পৃথিবী পড়বে কঠিন সমস্যার মুখে।
বিজ্ঞানীদের মতে এই চৌম্বক ক্ষেত্র পৃথিবীর অভ্যন্তরীণ স্থান থেকে বলয় অবধি অবস্থান করছে। কোনোদিন যদি এই চৌম্বক ক্ষেত্র বিলীন হয়ে যায় তখন শেষ হয়ে যাবে পৃথিবীও। তার সাথে আর একটি জিনিস এর সবার আগে নিশ্চিহ্ন হবে সেটি হল ইন্টারনেট পরিষেবা ও স্যাটেলাইট। মানুষ কে কাটাতে হবে কোনো রকম ফোন বা টিভি ছাড়া। সেটা কল্পনা করাটাও হয়তো আমাদের জন্য কষ্টকর।
তবে একটাই খুশির খবর যে এই ঘটনা হতে এখনও কোটি বছর বাকি এর আগে এই ঘটনা ঘটে ৭.৮০ লক্ষ বছর আগে তখন মেরু অঞ্চলের দিক পরিবর্তন হয়েছিলো ও তার সাথে হয়েছিলো পৃথিবীর আমূল পরিবর্তন।
চিরতরে বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট পরিষেবা।
previous post