Home ফিচার পিঁপড়ে জানাবে ক্যান্সারের কারণ! দাবি গবেষণায়

পিঁপড়ে জানাবে ক্যান্সারের কারণ! দাবি গবেষণায়

by banganews

ক্যান্সার চিনতে সাহায্য করবে পিঁপড়ে। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। একটি গবেষণায় দাবি করা হয়েছে যে, পিঁপড়ে সাহায্য করতে পারে মানুষের শরীরের ক্যান্সারের সেল চিনতে। এই দাবি চিকিৎসক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ফ্রান্সের গবেষকরা যৌথ ভাবে একটি গবেষণা করেছেন। সেখানে তাঁরা লক্ষ্য করে দেখেছেন যে, পিঁপড়ের মধ্যে রয়েছে খুব উন্নত ঘ্রানশক্তি যা ক্যান্সারের সেল চিনতে সাহায্য করবে। এই দাবি সত্যি হলে তাহলে খুলে যাবে ক্যান্সারের চিকিৎসার নতুন দিগন্ত।

 

ধূমপান শুধু ক্যানসারের নয়, বন্ধ্যত্বেরও কারণ

গবেষকরা প্রায় ৩৬টি পিঁপড়ের উপরে এই গবেষণা করেছেন। এই গবেষণায় পিঁপড়েদের সামনে তুলে ধরা হয় বিভিন্ন ধরনের সলিউশন। একই সঙ্গে তাঁর সামনে তুলে ধরা হয় মানুষের দেহের ক্যান্সারের সেল। পিঁপড়ে মানুষের দেহের সেই ক্যান্সারের সেল চিনতে পেরেছে। এর ফলে দাবি করা হচ্ছে যে পিঁপড়ে মানুষের দেহের ক্যান্সারের সেল চিনতে সক্ষম। গবেষকদের এই দাবি সত্যি প্রমাণিত হলে মারন রোগের চিকিৎসায় নতুন পথের দিশা খুঁজে পাওয়া যাবে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সকলেই বেশ অবাক এই ধরণের দাবি শুনে।

You may also like

Leave a Reply!