Home দেশ এই কাজ না করলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে

এই কাজ না করলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে

by banganews

নরেন্দ্র মোদির সরকার চালু করেছে এক দেশ এক রেশন কার্ড। কেন্দ্রের দাবি এই নতুন পদ্ধতিতে দেশের যেকোনো প্রান্তে রেশন কার্ডের মাধ্যমে খাদ্যশস্য পাবেন গ্রাহকরা। এই পদ্ধতি চালু করার সঙ্গে একটি বিশেষ নিয়মের কথা বলা হয়েছে৷
কোনো নাগরিক যদি তিন মাস রেশন কার্ড ব্যবহার না করেন, তাহলে সেই রেশন কার্ড বাতিল হয়ে যাবে৷ বিহার, মধ্যপ্রদেশে এই নিয়ম চালু হয়ে গেছে ইতিমধ্যেই। বাংলাতেও চালু হতে পারে বলে জানা যাচ্ছে৷

নতুন বছর থেকে প্রতি সপ্তাহে ঠিক হবে গ্যাসের দাম

কোন ব্যক্তি একটানা তিন মাস স্বল্প মূল্যের রেশন কিনছেন না মানে তার রেশন দরকার নেই কারণ সে সরকারি সাহায্য ছাড়াই জীবন যাপন করতে সক্ষম। তাই রেশন কার্ড চালু রাখতে হলে নাগরিকদের প্রতি তিন মাসে অন্তত একবার করে রেশন কিনতেই হবে৷ 2021 এর মধ্যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের কাজ 100% সম্পূর্ণ হয়ে যাবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের তরফে। বায়োমেট্রিক পদ্ধতিতে কোন নাগরিক, কত পরিমাণ খাদ্য শস্য কিনছেন, সবকিছু হিসেব রাখা হচ্ছে।

You may also like

Leave a Reply!