Home দেশ নতুন বছর থেকে প্রতি সপ্তাহে ঠিক হবে গ্যাসের দাম

নতুন বছর থেকে প্রতি সপ্তাহে ঠিক হবে গ্যাসের দাম

by banganews

নতুন বছর থেকেই রান্নার গ্যাসের দামে আসছে পরিবর্তন। প্রত্যেক সপ্তাহে সিলিন্ডার পিছু দাম নির্ধারণ করা হবে৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করতে চাইছে তেল কোম্পানিগুলি৷

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম স্থির করে তেল কোম্পানিগুলি৷ কিন্তু রান্নার গ্যাসের সঙ্গে মানুষের খাদ্যের সংস্থান জড়িত৷ তাই এই বিষয়ে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। কিন্তু বিদেশে এই নিয়ন্ত্রণ তুলে দিতে চায় কেন্দ্র, জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ছে প্রায় তিনগুণ
আগে মাসের 1 তারিখে গ্যাসের নতুন দাম ঘোষণা করা হত। দাম বাড়লে মানুষ বিরক্ত হতেন৷ তেল কোম্পানির মতে, সপ্তাহে সপ্তাহে LPG সিলিন্ডারের দাম পরিবর্তন করলে একেবারে অনেক টাকা দাম বাড়বে না৷ এতে মানুষ হঠাৎ অসুবিধেয় পড়বে না৷ তাদের যুক্তি, পেট্রোল-ডিজেলের দাম ধাপে ধাপে বেড়েছে। তাই এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সেভাবে ক্ষোভ জমতে দেখা যায়নি।

You may also like

Leave a Reply!