Home বঙ্গ বেতন বৃদ্ধির দাবীতে সোদপুরে বিক্ষোভ ফুড ডেলিভারি সংস্থা সুইগির কর্মীদের

বেতন বৃদ্ধির দাবীতে সোদপুরে বিক্ষোভ ফুড ডেলিভারি সংস্থা সুইগির কর্মীদের

by banganews

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি কর্মীদের। বৃহস্পতিবার সোদপুর মুরাগাছা সংলগ্ন এলাকায় বিক্ষোভে বসেন সংস্থার কয়েকশো কর্মী। তাদের দাবি, লকডাউন চলাকালীন তাদের প্রতি ডেলিভারিতে ৩৫ টাকা করে দেওয়া হত, সঙ্গে অন্যান্য খরচও দেওয়া হত। ফলে দেশে আনলক টু শুরু হতেই তা কমিয়ে ১৫ টাকা করে দেওয়া হয় এবং সোমবার তাদের জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে শুধুমাত্র ১৫ টাকা করেই তাদের দেওয়া হবে।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!